Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না, গুজবে কান দেবেন না’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২২ ১৫:৩৮ | আপডেট: ৯ জানুয়ারি ২০২২ ১৬:৫৯

ফাইল ছবি: ডা. দীপু মনি

ঢাকা: এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে না। অনেকেই এ নিয়ে গুজব ছড়াচ্ছে, কোনো প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম জোরেশোরে চলছে। সবাইকে টিকার আওতায় এনে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যায়, আমরা সেই চেষ্টাই করছি।

তবে মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। তিনি বলেছেন, এটিও ঠিক যে, যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে সংক্রমণ বাড়ে, তাহলে আমরা হয়ত সরাসরি শ্রেণী কার্যক্রম বন্ধ করে দেব। তবে আপাতত সেই শেষ সম্ভাবনা নেই।

রোববার (৯ জানুয়ারি) সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘আমরা চেষ্টা করছি শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষিত রেখে সংক্রমণ কীভাবে এড়াতে পারি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বা হয়ে যাচ্ছে, সব সময়ই এমন গুজব ছড়ানো হয়। আপনারা গুজবে কান দেবেন না।’

তিনি বলেন, ‘যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতেই হয়, আমরা ঘোষণা দিয়ে বন্ধ করে দেব। যতক্ষণ সে প্রয়োজন অনুভব না হবে, আমরা বন্ধ করব না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যাক।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এ ছাড়া অনেকগুলো বিষয় রয়েছে যেমন যদি বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন ‘

শিক্ষার্থীদের টিকাদানের বিষয়ে দীপু মনি বলেন, ‘১২ বছরের অধিক বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে না।’

বিজ্ঞাপন

এর আগে সমাবর্তন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

এ ছাড়াও ভিডিও কনফারেন্সে সমাবর্তন বক্তা হিসেবে যোগ দেন শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় মানবাধিকার কর্মী কৈলাশ সত্যার্থী।

সারাবাংলা/টিএস/একে

দীপু মনি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর