Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটে জেতার পর গরুর মাথা ও চার পা নিয়ে গেছেন চেয়ারম্যানের লোকেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২২ ১৪:৫১ | আপডেট: ৯ জানুয়ারি ২০২২ ১৪:৫৮

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনি বিরোধের জেরে গোয়াল ঘর থেকে এক কৃৃষকের গরু ছিনিয়ে নিয়ে তার চার পা ও মাথা নিয়ে গেছেন দুর্বৃৃত্তরা। ভুক্তভোগী কৃষক মনিরুল ইসলামের দাবি— ভোটে জেতার পর নবনির্বাচিত স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান (আনারস) সুজন মোল্লার লোকজন গোয়ালঘর থেকে গরু খুলে নিয়ে হত্যার পর গরুর চার পা ও মাথা নিয়ে গেছে। স্থানীয় বিলের মাঠে মৃত গরুর বাকি অংশ ফেলে যান তারা।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পশ্চিম রজপাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, চতুর্থধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের জেরে এ ঘটনা ঘটনো হয়েছে।

কৃষক মনিরুল ইসলাম ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মশিউর রহমানের সমর্থক ছিলেন। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুজন মোল্লার কাছে হেরে যান সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান।

আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মশিউর রহমান সারাবাংলাকে বলেন, ‘নতুন চেয়ারম্যান সুজন মোল্লা ফ্রিডম পার্টির লোক। সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করা তার নিত্যদিনের ব্যাপার। টাকার বিনিময়ে ভোট কিনে কারচুপি করে সে চেয়ারম্যান হয়েছেন। কৃষক মনিরুল ইসলাম আমার সমর্থক হওয়ায় তার সন্ত্রাসী বাহিনী বেশ কয়েকদিন থেকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। গতকাল রাতে ওই কৃষককে হত্যা করতে না পেরে গোয়াল ঘর থেকে তার গরু নিয়ে হত্যা করা হয়েছে।’

তিনি আরও জানান, নির্বাচনে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী সুজন মোল্লা জয়ী হওয়ার পর প্রতিপক্ষরা তাকে ও তার সমর্থক কৃষক মনিরুল ইসলামকে বেশ কয়েকবার হুমকি-ধমকি দিয়েছে। গতকাল রাতে ওই কৃষক বাড়িতে একা থাকার সুযোগে বেশ কয়েকজন দুর্বৃত্ত তাদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাকে ঘর থেকে বের হতে বলেন। মনিরুল ভয়ে ঘর থেকে বের না হলে গোয়াল ঘর থেকে গরু খুলে নিয়ে পাশের বিলের মাঠে ওই গরুটিকে হত্যা করেন ইউপি চেয়ারম্যান লোকজন।

বিজ্ঞাপন

কৃষক মনিরুল ইসলাম বলেন, ‘আমি নৌকার রাজনীতি করি এটিই কি আমার অপরাধ? রাতে আমাকে ডাকাডাকি করছিল, আমি ঘর থেকে বের না হওয়ায় গোয়ালঘর থেকে গরু নিয়ে বিলের মধ্যে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

এ ব্যাপারে ইউপির নতুন চেয়ারম্যান সুজন মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে গরু হত্যার বিষয়ে কলাপাড়া থানার ওসি জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/একে

আনারস মার্কা কৃষক গরু হত্যা টপ নিউজ ভোটে জেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর