চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ১০০ ছাড়াল
৯ জানুয়ারি ২০২২ ১২:২০ | আপডেট: ৯ জানুয়ারি ২০২২ ১৩:৪৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সাড়ে তিন মাস পর ২৪ ঘণ্টায় ১০০ জনের বেশি করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একইসময়ে একজনের মৃত্যুর তথ্য এসেছে।
রোববার (৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০৪ জনের করোনা পজেটিভ আসে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরীর ৮৮ জন এবং উপজেলার ১৬ জন। শনাক্তের হার ৫ দশমিক ৮৯ শতাংশ।
শনিবারে প্রতিবেদনে নতুন করে ৭৬ জনের শনাক্তের তথ্য দেওয়া হয়েছিল। শনাক্তের হার ছিল প্রায় ৫ শতাংশ।
এর আগে, গত বছরের ১৬ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হিসেবে ১১২ জন শনাক্ত হয়েছিল। এরপর গত তিন মাস ২৩ দিনে প্রতিদিন শনাক্তের সংখ্যা ১০০ জনের কম ছিল। এসময়ে করোনায় শনাক্ত ও মৃত্যুহীন দিনও গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম শহরে করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে। গত বৃহস্পতিবারের প্রতিবেদনেও ২২ দিন পর একজনের মৃত্যুর তথ্য এসেছিল।
গত বছরের ১৪ ডিসেম্বর শহরের বাইরে করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর তথ্য এসেছিল। এর ২০ দিন আগে ২৪ নভেম্বর একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৩৪ জন। জেলায় করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৩ হাজার ৮৪ জনের।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ওই বছরের ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজন মারা যান।
সারাবাংলা/আরডি/এসএসএ