Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেস্ট ব্র্যান্ড’ এর স্বীকৃতি পেল ফ্রেশের আটা-ময়দা-সুজি ও চিনি

সারাবাংলা ডেস্ক
৮ জানুয়ারি ২০২২ ২৩:২৯

ঢাকা: কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় টানা ৬ষ্ঠ বারের মতো ‘বেস্ট ব্র্যান্ড’ এর স্বীকৃতি অর্জন করেছে ফ্রেশ আটা-ময়দা-সুজি। এছাড়াও, ব্র্যান্ডেড সুগার ক্যাটাগরি-তে ৫ম বারের মতো ‘ফ্রেশ রিফাইন্ড সুগার’ বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করে।

সম্প্রতি আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও নিয়েলসেন আইকিউ, দেশব্যাপী ভোক্তাদের জরিপের ভিত্তিতে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের বেস্ট ব্র্যান্ড নির্বাচিত করে। আটা-ময়দা-সুজি ক্যাটগরিতে টানা ৬ষ্ঠ বারের মতো এই স্বীকৃতি অর্জন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফ্রেশ আটা-ময়দা-সুজি।

আর লাখো মানুষকে সম্পর্কের মিষ্টি বন্ধনে আবদ্ধ করে ৫ম বারের মতো বেস্ট ব্র্যান্ড-এর স্বীকৃতি অর্জন করে ‘ফ্রেশ রিফাইন্ড সুগার’-ও স্থাপন করেছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এর বাইরে, বোতলজাত মিনারেল ওয়াটার ক্যাটগরি-তে ‘সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার’, ফুল ক্রিম মিল্ক পাউডার ক্যাটাগরি-তে ‘ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার’, সল্ট ক্যাটাগরি-তে ‘ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট’, টিস্যু পেপার ক্যাটাগরি-তে ‘ফ্রেশ টিস্যু’ দ্বিতীয় স্থান অর্জন করেছে। সেইসঙ্গে মশলা ক্যাটাগরি-তে ‘ফ্রেশ গুঁড়া মশলা’ এবং এডিবল অয়েল ক্যাটাগরিতে ‘সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল’ তৃতীয় স্থান অর্জন করেছে।

বেস্ট ব্র্যান্ড-এর এই স্বীকৃতিতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) পক্ষ থেকে, অগণিত ভোক্তা, বিক্রেতা, সরবরাহকারী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। ভবিষ্যতেও ‘ফ্রেশ’ পণ্যের গুণগত মান ও ভোক্তাদের আস্থা ধরে রাখতে এমজিআই কাজ করে যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আটা-ময়দা-সুজি চিনি বেস্ট ব্র্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর