৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেফতার
৮ জানুয়ারি ২০২২ ২০:৩২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ২১:৪৬
গাইবান্ধা: গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নের আদর্শ পাড়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে আজহার আলী রাজা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে মারধরের পর পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আজাহার আলী রাজা ওই শিশুটির প্রতিবেশী। শুক্রবার রাতে পাশের বাড়িতে গিয়ে তিনি ওই শিশুকে বিস্কুট দেওয়ার কথা বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়।
ওসি বলেন, শিশুটির চিৎকারে অন্য প্রতিবেশীরা আজহার আলীর বাড়িতে এসে তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ আজহারকে গ্রেফতার করে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গাইবান্ধা থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি মাসুদুর রহমান।
সারাবাংলা/টিআর