রাবির অডিটোরিয়াম থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
৮ জানুয়ারি ২০২২ ২১:৪৭
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কার কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
মৃত আলেক (৩৫) রাজশাহীর বেলপুকুর থানার কাপাসিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আলেক একজন রাজমিস্ত্রি। মিলনায়তনে কাজ করার সময় শনিবার দুপুর দেড়টার দিকে অসাবধানতাবশত তৃতীয় তলা থেকে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তার সহকর্মীরা প্রথমে তাকে রাবি মেডিকেলে নিয়ে যান। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ‘অডিটোরিয়ামের কাজ করার সময় অসাবধানতাবশত তৃতীয় তলা থেকে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তার সহকর্মীরা দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যায় । তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জেনেছি।’
সারাবাংলা/পিটিএম