ভ্যাকসিন না নিলে গ্রেফতারের নির্দেশ দুতার্তের
৮ জানুয়ারি ২০২২ ২১:০০ | আপডেট: ৯ জানুয়ারি ২০২২ ০০:২০
ফিলিপাইনে করোনা ভ্যাকসিন নেননি এমন ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে সংক্রমণ বেড়ে যাওয়ার মধ্যেই এমন নির্দেশনার কথা জানা গেছে।
শুক্রবার (৭ জানুয়ারি) ২৪ ঘণ্টায় ফিলিপাইনে নতুন করে ২১ হাজার ৮১৯ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা বিবেচনায় সংক্রমণের হার ৪০ শতাংশ। অক্টোবরের পর দেশটিতে সংক্রমণের এই হার সর্বোচ্চ।
করোনার হঠাৎ এই বৃদ্ধির কারণে প্রেসিডেন্ট দুতার্তে টিকা গ্রহণ করেনি এমন ব্যক্তিদের ওপর ক্ষোভ ঝেড়েছেন। ভ্যাকসিন না নিয়ে বাইরে ঘোরাফেরা করছে এমন ব্যক্তিদের তিনি গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। যদিও তার এমন নির্দেশের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার (৮ জানুয়ারি) প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট দুতার্তে বলেন, জাতীয় জরুরি পরিস্থিতিতে যারা ভ্যাকসিন নেননি তাদেরকে বাড়িতে অবস্থান করতে হবে। তারা বাড়ির বাইরে গেলে এবং মানুষের সঙ্গে আড্ডায় জমায়েত হলে, তাহলে তাদেরকে থামাতে হবে। এতে যদি তারা রাজি না হয়, তাহলে গ্রেফতার করতে হবে।
এদিকে, ফিলিপাইনের ১১ কোটি মানুষের মধ্যে এখন পর্যন্ত অর্ধেকেরও কমসংখ্যক মানুষ করোনা ভ্যাকসিন নিয়েছেন। এ ব্যাপারে প্রেসিডেন্ট বলেছেন, এখনও ব্যাপকসংখ্যক মানুষ ভ্যাকসিন নেয়নি এতে তিনি শঙ্কিত। তারা সবাইকে ঝুঁকির মধ্যে রাখছে।
এর আগে, ২০২১ সালে দুতার্তে লকডাউন অমান্যকারীদের জেলে ভরবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। ফিলিপাইনে গত অক্টোবর লকডাউন শিথিল করা হয়।
সারাবাংলা/একেএম