পাকিস্তানে তুষারপাতে ২১ পর্যটকের মৃত্যু
৮ জানুয়ারি ২০২২ ১৮:৩৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ২০:০২
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরি রিসোর্ট এলাকায় তীব্র তুষারপাতে গাড়ির ভেতরে আটকা পড়ে ২১ পর্যটক মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ শিশুও রয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
ব্যাপক তুষারপাতে পাহাড়ের মধ্যে অন্তত এক হাজার গাড়ি আটকা পড়ে। এরপরই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধার এবং সহায়তার নির্দেশ দেন।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এক ভিডিও বার্তায় বলেন, তুষারপাতের সময় ওই পাহাড়ি এলাকায় অনেক বেশি পর্যটক ছিল। যা ১৫-২০ বছরের মধ্যে সর্বোচ্চ। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলেও জানান তিনি।
তিনি বলেন, রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ পুলিশ এবং সেনাবাহিনী আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। মুরির বাসিন্দারা আটকে পড়া পর্যটকদের খাবার, কম্বল সরবরাহ করেছেন। এরই মধ্যে প্রশাসন পাহাড়ি স্টেশনে যাওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে। এখন কেবল খাবার ও কম্বল নেওয়ার যানবাহনগুলোকে ওই এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, পাকিস্তানের আবহাওয়া বিভাগ ৬-৯ জানুয়ারি মুরি ও গালিয়াতে ভারি তুষারপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল। তারপরেও একসঙ্গে বহু পর্যটক প্রাণ হারালেন।
সারাবাংলা/একেএম