জেএসডিও সংলাপে যাবে না
৮ জানুয়ারি ২০২২ ১১:৫৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ১৪:১৩
ঢাকা: বিএনপি, সিপিবি, বাসদ, এলডিপি, ইসলামী আন্দোলনের পর এবার রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় সিদ্ধান্তের কথা জানান জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।
এর আগে, সকালে একই স্থানে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয় জেএসডি। রাষ্ট্রপতির সঙ্গে আগামী সোমবার দলটির সংলাপ হওয়ার কথা ছিল।
সংলাপে না গেলেও জেএসডি এ নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বলে জানান আ স ম রব। তিনি বলেন, ‘দলের এ সিদ্ধান্ত জানিয়ে প্রস্তাবসহ একটি চিঠি দলের কার্য্করী সাধারণ সম্পাদক বঙ্গভবনে বিকেলেই পৌঁছে দেবেন।’
সংবাদ সম্মেলনে আ স ম রব বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনরত নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন করে গায়েবি মামলা দিচ্ছে এবং পুরনো মামলার সূত্র ধরে আবারও গ্রেফতার শুরু করেছে। সুতরাং শুধু নির্বাচন কমিশন গঠন নিরপেক্ষ নির্বাচনের জন্য কোনো গ্যারান্টি বা সমাধান নয়। এমন বাস্তবতায় রাষ্ট্রপতির সংলাপে জেএসডি অংশ গ্রহণ করছে না। এ ধরনের সংলাপ রাষ্ট্রপতির মর্যাদা সুরক্ষার উপযোগী নয় বলে আমরা মনে করি।’
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, দলীয় সরকারের অধীনে দেশে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি এখন অতীব গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আমরা এরইমধ্যে জাতীয় সরকারের প্রস্তাব উপস্থাপন করেছি। সংলাপ নির্বাচন কমিশন নিয়ে নয়, সংলাপ হতে পারে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে।’
সারাবাংলা/এজেড/একে