কক্সবাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২২ ০৯:০০ | আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ১১:৪২
৮ জানুয়ারি ২০২২ ০৯:০০ | আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ১১:৪২
কক্সবাজার: জেলা শহরের কলাতলীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আশরাফ আশু (৩৫)।
নিহত আশু ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম লারপাড়ার সেনায়েত আলীর ছেলে। শুক্রবার (৭ জানুয়ারি) রাত সাডে ১০টার দিকে কলাতলী ডলফিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান, নিহত আশু মোটরসাইকেলে করে লারপাড়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরহেদ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এনএস