১২ বার ভ্যাকসিন নিয়েছেন, নিতে চান আরও
৭ জানুয়ারি ২০২২ ২৩:৩৫ | আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ১০:১৯
ভারতের বিহার রাজ্যের ৮৫ বছর বয়সী ব্রহ্মদেও মন্ডল এরই মধ্যে ১২ বার করোনা ভ্যাকসিন নিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে এই তথ্য জানিয়ে ওই অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার বলেছেন, সুযোগ পেলে তিনি ফের ভ্যাকসিন নিতে চান।
ব্রহ্মদেও মন্ডল বলেন, করোনা প্রতিরোধে প্রতিশ্রুত কার্যকারিতা তাকে বারবার ভ্যাকসিন নিতে প্রলুব্ধ করেছে। প্রতি বার ভ্যাকসিন নেওয়ার পর তার মনে হয়েছে অন্যান্য শারীরিক সমস্যারও উপকার পাচ্ছেন।
ভ্যাকসিন নেওয়ার সঙ্গেসঙ্গে তার পিঠব্যথা, দুর্বলতা কেটে গেছে এবং রুচি বেড়েছে, বলে জানান ব্রহ্মদেও।
তিনি আরও বলেন, ভ্যাকসিন ক্যাম্পগুলোকে টার্গেট করে কাজ করতেন, তাই কখনওই ধরা পড়েননি। প্রথম বার করোনা ভ্যাকসিন নেন ২০২১ সালের ফেব্রুয়ারির ১৩ তারিখ। আর নবম বারের মতো ভ্যাকসিন নেন একই বছরের সেপ্টেম্বরের ২৪ তারিখ।
এ ব্যাপারে বিহারের মাধেপুরা জেলার চিফ মেডিকেল অফিসার অমরেন্দ্র নারায়ণ শাহী বলেন, ওই ব্যক্তি নিজে তার কাছে ১২ বার ভ্যাকসিন নেওয়ার কথা স্বীকার করেছেন। এর মধ্যে, নয় বার তার নাম ভ্যাকসিন গ্রহীতা হিসেবে নথিবদ্ধ হয়েছে বলেও স্বীকার করেন স্বাস্থ্যবিভাগের ওই কর্মকর্তা।
সারাবাংলা/একেএম