Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২২ ১৮:২১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২২ ১৯:৪৮

নোয়াখালী: সুধারাম মডেল থানা বেষ্টনীর মধ্যে এক নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জেলা ট্রাফিক পুলিশের এক কনস্টেবলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) অভিযুক্ত ৪ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা হাজেরা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলো- নোয়াখালী জেলার সদর ট্রাফিক পুলিশের কনস্টেবল মকবুল হোসেন (৩২), বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের সিএনজি চালক মো. কামরুল (২৫), একই উপজেলার অনন্তপুর গ্রামের নুর হোসেন কালু (৩০) এবং সদর উপজেলার দাদপুর গ্রামের আবদুল মান্নান (৪৯)।

এর আগে, বৃহস্পতিবার বিকালে সুধারাম থানা বেষ্টনীর মধ্যে জেলা ট্রাফিক পুলিশের কোয়ার্টারে বাবুর্চি আবুল কালামের রুমে এই ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই অভিযুক্ত ৪ জনকে আটক করে পুলিশ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে আজ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই মামলায় ৪ আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভিকটিমের শারীরিক পরীক্ষা শেষ হয়েছে।

সারাবাংলা/এমও

ট্রাফিক পুলিশ নোয়াখালীতে ধর্ষণ সুধারাম মডেল থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর