Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক দিনে সংক্রমণ আরও বেড়ে ১১৪৬, শনাক্তের হার ছাড়াল ৫%

সারাবাংলা ডেস্ক
৭ জানুয়ারি ২০২২ ১৭:৩৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২২ ১৭:৫৫

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়েই চলেছে। আগের দিনই তিন মাস পর সংক্রমণ ছাড়িয়েছিল হাজারের ঘর। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণ আরও বেড়ে ১ হাজার ১৪৬ জনে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছাড়িয়ে গেছে ৫ শতাংশ, যা গত ২০ সেপ্টেম্বরের পর এই প্রথম।

গত ২৪ ঘণ্টায় অবশ্য আগের দিনের তুলনায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু কমেছে। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে সাত জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক জন।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৫২টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫২টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪৩টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২০ হাজার ৮৯০টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২০৪টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৫৪০টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ৭২ হাজার ৬০৫টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৫ লাখ ৫৭ হাজার ৯৩৫টি।

বেড়েছে সংক্রমণ, শনাক্তের হার

দেশে আগের দিন ১ হাজার ১৪০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৪৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনের শরীরে।

বিজ্ঞাপন

এদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। গত কয়েকদিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টাতে এই হার আরও বেড়ে হয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ। এর আগে গত ২০ সেপ্টেম্বর সবশেষ নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৫ শতাংশের বেশি ছিল। সে হিসাবে সাড়ে তিন মাসেরও বেশি সময় পরে একদিনে সংক্রমণের হার ৫ শতাংশ ছাড়াল।

অন্যদিকে, এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১৯৬ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা হয়েছে ১৭০ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ।

মৃত্যুর পরিসংখ্যান

আগের দিন করোনা সংক্রমণ নিয়ে সাত জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট ২৮ হাজার ৯৮ জনের মৃত্যু হলো। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে ১১ থেকে ২০ বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর