মুন্সীগঞ্জের নাটেশ্বরে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খনন শুরু
৭ জানুয়ারি ২০২২ ১৭:১৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২২ ২২:২৫
মুন্সীগঞ্জে: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী নাটেশ্বরে নবম বারের মত প্রাচীন প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কাজ শুরু হয়েছে। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সংগঠনের উদ্যোগে ‘বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খনন কর্মসূচি ২০২১-২২’ এর আওতায় এই কাজ চলবে।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে খনন কাজের উদ্বোধন করা হয়।
নতুন করে খনন কাজে স্থানটির মাটির নিচ থেকে পূর্বের মত বহু প্রাচীন ও বৌদ্ধ নিদর্শন উদ্ধার করা যাবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এতে প্রাচীন ইতিহাসের আরও সমৃদ্ধ উন্মোচন হবে বলে জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণন কর্মসূচির পরিচালক নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক রতন চন্দ্র পণ্ডিত, টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরাসহ অন্যরা।
পরে রঘুরামপুর বৌদ্ধ বিহারে ভোজনালয় উদ্বোধন ও ঘুরে দেখে অতিথিরা।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ‘ঐতিহ্য অন্বেষণ’ নাটেশ্বরের দেউলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কাজ শুরু করে। প্রায় ১০ একর ঢিবিতে খনন শুরু হয়। এতে ইট-নির্মিত একাধিক বৌদ্ধ মন্দির, অষ্টকোণাকৃতির স্তূপ, রাস্তা, বিভিন্ন পরিমাপের ও কাজের কক্ষ, স্থাপত্যসহ এক হাজার থেকে ১২০০ বছরের প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়।
সারাবাংলা/এমও