Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল থেকে বের করে দেওয়ায় শিশুর মৃত্যু, মালিক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২২ ১৬:৪৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২২ ১৮:৩৪

ঢাকা: বিল পরিশোধ নিয়ে দ্বন্দ্বের জের ধরে চিকিৎসাধীন জমজ দুই শিশুকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। ওই দুই শিশুর মধ্যে একজন মারাও গেছে। এ ঘটনায় হাসপাতালটির মালিককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরের পর ‘আমার বাংলাদেশ হাসপাতাল’ নামের ওই হাসপাতালের মালিক গোলাম সারওয়ারকে আটক করা হয়েছে। র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাবের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে বিল পরিশোধ সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে চিকিৎসাধীন জমজ শিশুকে জোর করে বের করে দেওয়ার পর আহমেদ নামে এক শিশুর নির্মম মৃত্যু ও আরেক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের মালিককে আটক করা হয়েছে।

র‌্যাব বার্তায় জানিয়েছে, বিকেল সাড়ে ৪টায় কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ঘটনার বিস্তারিত জানানো হবে।

এদিকে, এ ঘটনায় শুক্রবার সকালেই রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন জমজ দুই শিশুর মা আয়শা আক্তার। মোহাম্মদপুর থানায় মামলাটি গ্রহণও করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, আয়শা আক্তার সাভারের বাটপাড়া রেডিও কলোনির বাসিন্দা। তার স্বামী কুমিল্লার হোমনার জামাল সৌদি আরব প্রবাসী। তার ছয় মাস বয়সী দুই জমজ শিশু আব্দুল্লাহ ও আহম্মেদ অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য ‘আমার বাংলাদেশ হাসপাতালে’ নিয়ে যান। শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করতে হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এর জন্য প্রায় সোয়া এক লাখ টাকা জমা দিতে বলা হয় আয়শা আক্তারকে।

বিজ্ঞাপন

এজাহারে বলা হয়েছে, আয়শা আক্তার তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জমা দিতে চাইলে হাসপাতালের মালিক গোলাম সারওয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় শিশুদের অক্সিজেন সাপোর্ট খুলে নেওয়া হয় এবং এক পর্যায়ে তাদের মারধর করে হাসপাতাল থেকে বের করে দেন।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান আয়শা আক্তার। সেখানে চিকিৎসক আহম্মেদকে মৃত ঘোষণা করেন। আরেক শিশু আব্দুল্লাহর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

সারাবাংলা/ইউজে/টিআর

আমার বাংলাদেশ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর