Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের কাছে বেড়াতে গিয়ে ‘সৎ বাবার’ ধর্ষণের শিকার কিশোরী

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২২ ১৩:১০

চট্টগ্রাম ব্যুরো : মা-বাবার সঙ্গে বিচ্ছেদের পর বাবার সঙ্গে থাকতেন মেয়ে। মা আরেকটি বিয়ে করেন। দশম শ্রেণি পড়ুয়া মেয়েটি বেড়াতে গিয়েছিল মায়ের কাছে। সেখানে মায়ের দ্বিতীয় স্বামী তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পায় র‌্যাব। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মীরেরখিল এলাকা থেকে ইব্রাহীম হোসেন পারভেজ (৩৫) নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাবের চট্টগ্রাম জোনের হাটহাজারি ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান সারাবাংলাকে জানান, স্কুল বন্ধ থাকায় মেয়েটি হাটহাজারীতে তার মায়ের কাছে বেড়াতে গিয়েছিল। সেখানে পারভেজ তাকে নানাভাবে উত্যক্ত করতে থাকে। র‌্যাবের কাছে মেয়েটির মা অভিযোগ করেছেন, বুধবার ভোরে পারভেজ তাকে বাসা থেকে বের করে দিয়ে মেয়েকে জিম্মি করে ধর্ষণ করে।

আক্রান্ত মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশিদের সহযোগিতায় ওই নারী ঘরে ঢুকে দেখেন মেয়েটি কান্না করছে। এ সময় স্থানীয়রা পারভেজকে ধরে ফেললে সে তার ভুল হয়ে গেছে বলে স্বীকার করে। একদিন পর ওই নারী র‌্যাবের কাছে গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন।

সারাবাংলা/আরডি/এএম

টপ নিউজ ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর