কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত
৭ জানুয়ারি ২০২২ ১০:৩০
গাজীপুর: কালীগঞ্জে আলু ভর্তি ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আবদুল্লাহ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার গাজীপুর-ইটাখোলা বাইপাস সড়কের কালিহাসি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৭ জানুয়ারি) সকালে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মো. সাইফুল ইসলাম। নিহত আব্দুল্লাহ উপজেলার মোক্তারপুর এলাকার মৃত আউয়াল হোসেনের ছেলে। তিনি ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক সাইফুল জানান, রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় গাজীপুর-ইটাখোলা সড়কের কালিহাসি নামকস্থানে পেছন থেকে একটি আলু ভর্তি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/এএম