Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২২ ০৮:৩০

ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ভেটনা গ্রামে বড় ভাই আফসার আলীর লাঠির আঘাতে ছোট ভাই নাসিরুদ্দিনের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার।

নিহত ছোট ভাই নাসিরুদ্দিন উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়নের ভেটনা গ্রামে মৃত সাজ্জাদ আলীর ছেলে।

পুলিশ ও পারিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বসতভিটার জমি ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধে। এক পর্যায় বড় ভাই আফসার আলী উত্তেজিত হয়ে তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ছোট ভাই নাসিরুদ্দিন মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নাসির উদ্দীনের শারিরীক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর