‘সরকারের ফ্যাসিবাদী আচরণ বিপজ্জনক রূপ নিয়েছে’
৬ জানুয়ারি ২০২২ ২২:৫৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২২ ০৮:৩২
ঢাকা: সরকারের ফ্যাসিবাদী আচরণ এখন বিপজ্জনক রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বুধবার চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে মানববন্ধনে পুলিশি হামলার অভিযোগ এনে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।
বিবৃতিতে চট্টগ্রাম মহানগর ৪০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. হারুন ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল হুদাসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মো. মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দীন, ইয়াসিন চৌধুরী লিটন, ইসকান্দার মির্জা, আব্দুল মান্নান, শাহ আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল; আহ্বায়ক কমিটির সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ দিপ্তীসহ ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে ‘বানোয়াট’ মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আওয়ামী সরকারের ফ্যাসিবাদী আচরণ এখন বিপজ্জনক রূপ নিয়েছে। দেশকে এরা ক্রমান্বয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মানুষের ভোটের অধিকারকে তুচ্ছজ্ঞান এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের অগ্রাহ্যের কারণে সমগ্র দেশটাই এখন বিষাক্ত কারাগারে পরিণত হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়েরের ঘটনা বর্তমান জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক সংঘটিত অপকর্মগুলোরই ধারাবাহিকতা। বর্তমান সরকারের সকল অপকর্ম ও দু:শাসন রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ।
বিবৃতিতে বিএনপির মহাসচিব অবিলম্বে ডা. শাহাদাতসহ ৭৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেফতার নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
সারাবাংলা/এজেড/একেএম