Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈদেশিক বাণিজ্যে নীতি সহায়তার সময় বাড়ল ৬ মাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২২ ২১:২৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ২৩:৩১

ঢাকা: আমদানি-রফতানি বাণিজ্যিক লেনদেন বিষয়ক নীতি সহায়তার সময়সীমা ছয় মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্ধিত সময় অনুযায়ী চলতি ২০২২ সালের জুন ৩০ পর্যন্ত এই সহায়তা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট থেকে এই নীতি সহায়তার সময়সীমা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে বৈদেশিক বাণিজ্যে নীতি সহায়তার সময়সীমা সদ্য বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল ছিল। কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপনের ফলে এই সময়সীমা আরও ৬ মাস বাড়ল।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নীতি সহায়তার অংশ হিসেবে সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় শিল্পের কাঁচামাল, রফতানি খাতের ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে ১৮০ দিনের পরিবর্তে ২৭০ দিনের অর্থ পরিশোধ করা যাবে।

এছাড়াও ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে বিজিএমইএ ও বিটিএমএ’র সদস্যের জন্য রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণ সীমা তিন কোটি মার্কিন ডলার থাকছে। বর্ধিত সুবিধার ক্ষেত্রে যৌক্তিকতা সম্পর্কে নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।

সারাবাংলা/জিএস/টিআর

নীতি সহায়তা বাংলাদেশ ব্যাংক বৈদেশিক বাণিজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর