Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২২ ২০:১১ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ২০:১৭

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উপলক্ষে আগামী সোমবার (১০ জানুয়ারি) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতিরঝিলসহ রাজধানীর কয়েকটি এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রেইনবো ক্রসিং হয়ে যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডায় চলাচল করার পরিবর্তে মগবাজার, মৌচাক হয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। রামপুরা ইউলুপ ও ইসলাম টাওয়ার হয়ে হাতিরঝিলের মধ্য দিয়ে চলাচলের পরিবর্তে গাড়ি গুলশান-বাড্ডা লিংক রোড হয়ে যেতে পারবে।

এছাড়া, পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেত, ওই সব গাড়িকে পুলিশ প্লাজা ও শুটিং ক্লাবের মধ্যের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাওয়ার অনুরোধ করেছে ডিএমপি।

সারাবাংলা/ইউজে/এজেড/পিটিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন যান চলাচল বন্ধ হাতির ঝিল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর