Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘প্রধানমন্ত্রীর কার্যালয়’ তৈরির চিন্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২২ ১৮:৫৬ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ২১:৩৩

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম জানিয়েছেন, চট্টগ্রামে সমন্বিত দফতর হলে সেখানে প্রধানমন্ত্রীর জন্য একটি কার্যালয় তৈরির প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকে দেবেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর কালুরঘাটে সমন্বিত সরকারি অফিস স্থাপনের জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রায় ৭৫ একর জমি নিয়ে আমরা সমন্বিত অফিস কমপ্লেক্স নির্মাণের চিন্তা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অবহিত হয়েছেন। এখানে আবাসনের ব্যবস্থা থাকবে, চিকিৎসা সেবা, ক্লাবঘরের ব্যবস্থা থাকবে। যারা সেবাগ্রহীতা তারা আসবেন, কী কী সুবিধা প্রয়োজন, তাদের সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই এখানে থাকবে। আপাতত ৭৫ একর নিয়ে এগুচ্ছি। পরে প্রয়োজন অনুসারে এটি বাড়ানো হবে।’

পরিবেশগত প্রভাব মূল্যায়ন করে পরিবেশ অধিদফতরের অনুমোদন নিয়েই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান সচিব কে এম আলী আজম।

এর আগে, সকালে চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জনপ্রশাসন সচিব। বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

সারাবাংলা/আরডি/পিটিএম

চট্টগ্রাম টপ নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয়

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর