সরকারই সবচেয়ে বড় ডাকাত: মান্না
৬ জানুয়ারি ২০২২ ১৬:৩১ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ১৮:৫১
ঢাকা: সরকারকেই দেশের সবচেয়ে বড় ডাকাত বলে অভিহিত করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, দেশের সবচেয়ে বড় ডাকাত এই সরকার। ১০ কোটি মানুষের ভোট ডাকাতি করেছে। এই ডাকাতকে আগে সরাতে হবে। সরকার বদলালে রাষ্ট্র বদলাবে। সরকার যদি ভোট ডাকাতি করে, কী বলবেন, কাকে বলবেন?
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ‘নিরাপদ সড়ক বাস্তবায়নে রাষ্ট্রব্যবস্থার মেরামত চাই’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া হলে এই সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য।
সেমিনারে সভাপতির বক্তব্যে মান্না বলেন, সরকারের লজ্জাও করে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দলের প্রার্থী মাত্র ১২ ভোট পান। সেখানে শেখ হাসিনা আবার বলেন, বারবার ভোট দিয়ে নির্বাচন করায় জনগণকে ধন্যবাদ। দেশের যিনি প্রধান, তিনিই যদি এরকম করেন মন্ত্রীদের অবস্থা নিয়ে আর কী বলব!
তিনি আরও বলেন, কোনো ভুগিচুগি চলবে না। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। লকডাউন দিয়ে চারদিক দমন করা যাবে না।
সেমিনারে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লা কায়সার বলেন, রাষ্ট্রব্যবস্থার মেরামত নয়, বরং পরিবর্তন দরকার। ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন আমরা মেনে নেইনি। পরবর্তী সময়ে গভীর রাতের নির্বাচনও মানিনি। এই সরকারকে হটাতে হবে।
নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম বলেন— এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এর বিকল্প কিছু নেই।
দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবদুল মাবুদ বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থা মেরামতের অযোগ্য। পরিবর্তন দরকার।
আরেক প্রেসিডিয়াম সদস্য মমিনুল ইসলাম বলেন, সড়ক নিরাপদ করতে হবে। এজন্য সরকারকে হটাতে হবে।
সেমিনারে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী বলেন, বর্তমান বড় অর্থনীতি হচ্ছে বখরা ও দুভোর্গের অর্থনীতি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিম সোহরাব ও শহীদুল ইসলাম আপন।
সারাবাংলা/জেজে/এনএস/টিআর