ভোটকেন্দ্রে বিজিবির গুলিতে ৪ মৃত্যু, কালাইহাটায় শোকের মাতম
৬ জানুয়ারি ২০২২ ১৯:০০ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ২০:৩১
বগুড়া: ৫ম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নারীসহ ৪ জনের মৃত্যুর ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামে। চলছে শোকের মাতম।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল থেকে কালাইহাটা বাজারের দোকানপাট বন্ধ রেখে গ্রামের লোকজন বাজারে অবস্থান নেন। সকাল থেকে গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে ঢুকতে দেওয়া হয়নি।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, কালাইহাটা গ্রামের খোরশেদ হোসেন (৬০), আব্দুর রশিদ (৫৫), আলমগীর হোসেন (৪৫) ও কুলসুম আক্তারের (৫৫) মরদেহ ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক জিয়াউল হক বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জীবন এবং নির্বাচনি সামগ্রী রক্ষায় দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিজিবি গুলি চালায়। তাতে চার জনের মৃত্যু হয়।
সরেজমিন কালাইহাটা গ্রাম ঘুরে দেখা যায় স্থানীয় জনগণ চরম উত্তেজিত। তারা সংবাদকর্মীদের দেখলেই ‘ম্যাজিস্ট্রেটের ফাঁসি চাই’ বলে স্লোগান দিচ্ছেন। ক্ষোভ প্রকাশ করছেন বুধবারে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। কালাইহাটা বাজার ছাড়াও শতশত মানুষ ভিড় করছে মৃতদের বাড়িতে এবং কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। ভোট কেন্দ্রের মাঠ জুড়ে পড়ে আছে অংসখ্য ইটপাটকেল আর ভাঙ্গা কাঁচের টুকরো। প্রিজাইডিং অফিসারের ও ভোট গণনার কক্ষের দরজা-জানালা ভেঙ্গে ফেলা হয়েছে। ভোটের পরের দিন শিক্ষকরা স্কুলে আসলেও শিক্ষার্থীরা কেউ আসেনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুফ আলী বলেন, ভোটের দিন সন্ধ্যায় গুলিতে চার জন মারা যাওয়ার পর আতঙ্কে শিক্ষার্থীরা স্কুলে আসেনি।
বুধবার ভোট গ্রহণ শেষে এমন ঘটনার কারণ জানতে চাইলে কালাইহাটা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বলেন, ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ। তিনি বিকেল ৫টার দিকে বিজিবিসহ ভোটকেন্দ্রে ঢোকেন। এ সময় ভোটকেন্দ্রের বাইরে সব প্রার্থীর কর্মী-সমর্থকরা অবস্থান নেন। ম্যাজিস্ট্রেট গাড়িতে বসেই লোকজন সরিয়ে দিতে বিজিবিকে নির্দেশ দেন। লোকজন ফলাফল না নিয়ে যাবে না এমন কথা বললে বিজিবি সদস্যরা প্রথমে নারী সমর্থকদের ওপর লাঠিচার্জ করে। এতে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে পড়ে। তখন তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এর এক পর্যায়ে বিজিবি সদস্যরা গুলি চালায়।
একই গ্রামের বাসিন্দা ফয়জাল প্রামানিক বলেন, ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণা না করে ব্যালট পেপার উপজেলা সদরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এমন খবরে লোকজন উত্তেজিত হয়ে প্রতিবাদ শুরু করে। এসময় বিজিবি সদস্যরা লাঠিচার্জ করলে জনগণ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে ম্যাজিস্ট্রেটসহ অন্যরা প্রিজাইডিং অফিসারের কক্ষে আশ্রয় নেন। সেই কক্ষ থেকেই বিজিবি সদস্যরা গুলি করেন। এতে ঘটনাস্থলেই মারা যান নারীসহ চারজন।
তথ্যানুসন্ধানে জানা যায়, বিএনপি অধ্যুষিত বালিয়াদীঘি ইউনিয়নের মালিয়ান ডাঙ্গা এবং কালাইহাটা গ্রামে আওয়ামী লীগের প্রভাব বেশি। কালাইহাটা ভোট কেন্দ্রের ফলাফলের ওপর নৌকা মার্কার জয়-পরাজয় নির্ভর করছিল। সেই কেন্দ্রে ফলাফল ঘোষণা নিয়ে জটিলতা দেখা দিলে নৌকা মার্কার কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে তারা ভোটকেন্দ্রে হামলা করে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। পরে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে নৌকা মার্কার প্রার্থী ইউনুছ আলী ফকির চেয়ারম্যান নির্বাচিত হন।
কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুরের ইউএনও আসিফ আহমেদ বলেন, জনগণকে শান্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তার বক্তব্যের অডিও-ভিডিও রেকর্ড রয়েছে। জনগণ শান্তি বজায় না রেখে সেখানে হামলা ও ভাঙচুর চালায়।
তিনি বলেন, অন্য আট কেন্দ্রের ফলাফল ঘোষণার পর ওই কেন্দ্রের ফলাফল ঘোষণার দাবি করেন তারা। একপর্যায় কয়েকশ’ নারী ভোটকেন্দ্রে প্রবেশ করে গাড়িসহ বিজিবির ব্যবহৃত মাইক্রোবাস, ভোটকেন্দ্রের বিভিন্ন কক্ষের দরজা জানালা ভাঙচুর করে তছনছ করে। নির্বাচন সংশ্লিষ্টরা আত্মরক্ষার্থে প্রিজাইডিং অফিসারের কক্ষে অবস্থান নেয়। বিক্ষুব্ধ লোকজন সেই কক্ষে হামলা চালিয়ে দরজা জানালা ভেঙ্গে ফেলে। এমন পরিস্থিতিতে বিজিবি সদস্যরা গুলি বর্ষণে বাধ্য হন বলে উল্লেখ করেন তিনি।
ওই ভোটকেন্দ্রে হামলা এবং ৪ জন নিহতের ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে, ওই কেন্দ্রের দায়িত্ব থাকা প্রিজাইডিং অফিসার বাদী হয়ে মামলা করবেন বলে জানান ওসি।
সারাবাংলা/একেএম