Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চার্জশিট জমা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২২ ১৭:০০

ঢাকা: রাজধানীর গুলশান থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিআইডি পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গুলশান থানার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন এ তথ্য জানান। আগামী ৩১ জানুয়ারি মামলাটির তারিখ ধার্য রয়েছে ।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর মোসাম্মৎ সাজেদা লতা গত ৫ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট শাখায় এই চার্জশিট জমা দেন।

এর আগে, গত ২০ ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ জনের বিরুদ্ধে পল্লবী থানার চাঁদাবাজির এক মামলায় চার্জশিট দাখিল করে সিআইডি পুলিশ।

উল্লেখ্য, গত বছর ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশান-২ এলাকার ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাড়ি ‘জেনেটিক রিচমন্ড’-এ অভিযান পরিচালনা করে হেলেনা জাহাঙ্গীরকে (৪৯) গ্রেফতার করা হয়। পরে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে চার মামলায় তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে চার মামলায় জামিনে আছেন তিনি।

সারাবাংলা/এআই/পিটিএম

চার্জশিট দাখিল হেলেনা জাহাঙ্গীর

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর