৩ মাস পর ফের একদিনে নতুন সংক্রমণ হাজার ছাড়াল
৬ জানুয়ারি ২০২২ ১৬:৪১ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ১৭:০৯
দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্তের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ১৪০ জনের শরীরে। আগের দিনই এই সংখ্যা ছিল ৮৯২ জন। হিসাবে আগের দিনের চেয়ে ২৪ ঘণ্টায় সংক্রমণ বেশি শনাক্ত হয়েছে প্রায় আড়াইশ।
এদিকে, এর আগে গত ২৯ সেপ্টম্বর একদিনে ১ হাজার ১৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। এরপর আর কোনো দিনই দেশে একদিনে হাজারের বেশি মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি। অর্থাৎ তিন মাসেরও বেশি সময় পর একদিনে সহস্রাধিক মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু হয়েছে ৭ জনের, আগের দিন যে সংখ্যা ছিল তিন জন। আবার নমুনা পরীক্ষার বিপরীতেও শনাক্তের হার বাড়ছে। আগের দিনের ৪ দশমিক ২০ শতাংশ থেকে গত ২৪ ঘণ্টায় এই হার বেড়ে হয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৫২টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫২টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪৩টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২৩ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৪৩৫টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৩৩৬টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ৬৪ হাজার ১৭টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৫ লাখ ৪৬ হাজার ৩১৯টি।
বেড়েছে সংক্রমণ, শনাক্তের হার
দেশে আগের দিন ৮৯২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৪০ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনের শরীরে।
এদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ২০ শতাংশ। গত কয়েকদিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টাতে এই হার আরও বেড়েছে। তা ৪ দশমিক ৮৬ শতাংশে পৌঁছেছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে
গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২১২ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা হয়েছে ১৯৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ।
মৃত্যুর পরিসংখ্যান
আগের দিন করোনা সংক্রমণ নিয়ে তিন জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাত জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হলো। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে সাত জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে পুরুষ পাঁচ জন, নারী দুই জন। তাদের মধ্যে চার জনের বয়স ৬১ থেকে ৭০ বছর, দুই জনের বয়স ৫১ থেকে ৬০ বছর এবং এক জনের বয়স ৭১ থেকে ৮০ বছর।
এই সাত জনের মধ্যে আবার সবচেয়ে বেশি চার জন চট্টগ্রাম বিভাগের। বাকি তিন জনের মধ্যে এক জন ঢাকা বিভাগের, এক জন রাজশাহী বিভাগের এবং এক জন রংপুর বিভাগের। এই সাত জনের মধ্যে ছয় জন সরকারি এবং এক জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সারাবাংলা/টিআর