Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন-২০২১’ এ চূড়ান্ত অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২২ ১৬:৪৬

ঢাকা: ‘বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) আইন-২০২১’ এ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বৈত করারোপণ পরিহার ও রাজস্ব প্রতিরোধ, স্বতন্ত্র সাংসদের চুক্তির প্রস্তাব, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্য স্টেটমেন্ট অব দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালাইন্স’র সংশোধিত অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি বাংলা ও ইংরেজিতে প্রণীত ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ২০২০-২০৩০’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

এছাড়া পাকিস্তান থেকে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দু’টি নৌ-কন্টেইনার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

অনুমোদন মন্ত্রিসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর