ঠাকুরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
৬ জানুয়ারি ২০২২ ১৪:৪৬
ঠাকুরগাঁও: সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে মানসিক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে মকছেদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ জানুয়ারি) পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার মকছেদুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কুমারপুর আবদালপাড়া এলাকার মৃত নূরল হকের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, বুধবার (৪ জানুয়ারি) বিকালে প্রতিবন্ধি কিশোরীকে বাসায় একা পেয়ে প্রতিবেশী ধর্ষক ঘরের ভিতর প্রবেশ করে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার মা ও স্থানীয়রা এসে মকছেদুলকে আটক করে থানায় খবর দেয়। এ ঘটনায় ওই কিশোরীর মা থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ওসি তানভিরুল ইসলাম বলেন, এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। সেই মামলায় আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসএ