হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার
৬ জানুয়ারি ২০২২ ১২:১৬ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ১৩:৫২
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। গতকাল বুধবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটি। খবর আলজাজিরা।
জাপান ও দক্ষিণ কোরিয়া প্রথম এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি শনাক্ত করে। চলতি বছর উত্তর কোরিয়া প্রথম তার দ্বিতীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। এর আগে গত বছরের অক্টোবর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশটি। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই পরীক্ষা চালাল কিম জন উনের দেশ।
মূলত উৎক্ষেপণের পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহাকাশের নিচ দিয়ে তার লক্ষ্য আঘাত হানে। কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের অনেক নিচ দিয়ে গিয়ে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানে। যার গতি শব্দের থেকেও পাঁচগুণ বেশি। এটি ঘণ্টায় ৬ হাজার ২০০ কিলোমিটার গতিতে যেতে পারে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের ক্ষেত্রে এই ধারাবাহিক সাফল্যের কৌশলগত তাৎপর্য রয়েছে। এর মধ্যে দিয়ে উত্তর কোরিয়া কৌশলগত কারণে নিজেদের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের কাজকে আরও ত্বরান্বিত করেছে।
সারাবাংলা/এনএস