Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২২ ১০:১৫ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ১৩:০৮

বান্দরবান: সদর উপ‌জেলার রাজ‌বিলায় স্ত্রী‌কে ধারা‌লো অস্ত্র দিয়ে হত‌্যা ক‌রে স্বামী‌কে অপহ‌রণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘ‌টে।

নিহতের নাম সিংয়ানু মারমা (৩০)। তার অপহৃত স্বামীর নাম রেথোয়াই মারমা (৪০)। তা‌দের বা‌ড়ি রাজ‌বিলার থংজমা পাড়ায়।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে ৫-৬ জ‌নের এক‌টি অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসী দল থংজমা পাড়ার রেথোয়াই মারমার বা‌ড়ি‌তে ঢু‌কে তা‌কে অস্ত্রের মু‌খে অপহরণ ক‌রে নি‌য়ে যে‌তে চাইলে তার স্ত্রী বাঁধা দেয়। এসময় তারা তাকে ধারালো ছু‌রি দি‌য়ে হত‌্যা ক‌রে স্বামী‌কে অপহরণ ক‌রে নি‌য়ে যায়। সন্ত্রাসীরা পাহাড়ী সংগঠন এমএলপি’র স‌ক্রিয় সদস‌্য ব‌লে ধারনা কর‌ছে স্থানীয়রা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, একজন‌কে হত‌্যা ও একজন‌কে অপহর‌ণের খবর শু‌নে‌ছি। ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। হত‌্যা ও অপহর‌ণের মূল কারণ এখ‌নো জানা যায়‌নি।

সারাবাংলা/এসএসএ

স্ত্রী হত্যা স্বামী অপহরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর