রাজধানীতে ট্রাকের ধাক্কায় পথশিশু নিহত
স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২২ ০৯:৪৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ১২:৫৯
৬ জানুয়ারি ২০২২ ০৯:৪৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০২২ ১২:৫৯
ঢাকা: রাজধানীর নয়া পল্টনে ট্রাকের ধাক্কায় বাবু (১৫) নামে এক পথশিশু নিহত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, রাতে নয়া পল্টন হোটেল মিডওয়ে’র সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এসআই আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত শিশু ভবঘুরে। ফুটপাতে থাকত। নাম ছাড়া তার বিস্তারিত পরিচয় কেউ জানাতে পারেনি।
সারাবাংলা/এসএসআর/এসএসএ