Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের ধাক্কায় শিক্ষিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২২ ২৩:১০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ২৩:৫১

জয়পুরহাট: জয়পুরহাটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের ধাক্কায় হাজেরা খানম নামে এক মাদরাসা শিক্ষক প্রাণ হারিয়েছেন। হাজেরা খানম গতনশহর দ্বিমুখী দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন।

বুধবার (৫ জানুয়ারি) বিকেলে পৌর শহরের বিহারী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান দুর্ঘটনায় প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হাজেরা খানমের বাড়ি পাঁচবিবি টিঅ্যান্ডটি পাড়া মহল্লায়। তার স্বামী বজলুর রশীদ জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

ওসি আলমগীর জাহান বলেন, মাদরাসা শিক্ষক হাজেরা খানম ও তার স্বামী মোটরসাইকেলে করে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের গতি একটু বেশি থাকায় পথে জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের বিহারী পাড়া এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান হাজেরা খানম। এসময় একটি ট্রাকের ধাক্কায়  গুরুতর আহত হন তিনি।

ওসি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাজেরা খানমকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার তথ্য নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি। তারা কোনো অভিযোগও করেনি। হাসপাতাল থেকেই তারা হাজেরা খানমের মরদেহ নিয়ে চলে গেছেন।

সারাবাংলা/টিআর

ট্রাকের ধাক্কা মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর