দায়িত্ব নিয়েই আলাদা কোচে ঢাকা গেলেন রেলের জিএম
৫ জানুয়ারি ২০২২ ২২:২৩ | আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ২৩:৪৫
রাজশাহী: পশ্চিমাঞ্চল রেলের নতুন মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে দায়িত্ব নিয়েছেন অসিম কুমার তালুকদার। আর দায়িত্ব নিয়েই ট্রেনে আলাদা একটি কোচ লাগিয়ে ঢাকা গেছেন তিনি। তার সঙ্গে আরও ৯ কর্মকর্তা ওই কোচে ঢাকা গেছেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) পঞ্চিমাঘঞ্চল রেলের জিএম হিসেবে দায়িত্ব নেন অসিম কুমার। রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতেই ২৪ বার্থের একটি কোচ লাগিয়ে কর্মকর্তাদের নিয়ে ঢাকার পথে রওনা হন তিনি। ওই কোচে অন্য কোনো যাত্রী নেওয়া হয়নি।
জানা গেছে, রেলওয়ের ১০ জন কর্মকর্তা সভায় যোগ দিতে মঙ্গলবার ঢাকায় গেছেন। তাদের যাত্রা নির্বিঘ্ন করতেই ট্রেনে সংযুক্ত করা হয় অতিরিক্ত কোচ। ওই দিন রাতের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭১১৮ নম্বরের এসি কোচ যুক্ত করা হয়। তবে ১০ জন কর্মকর্তাকে নিয়ে রাজশাহী থেকে ঢাকায় যাওয়া ৭১১৮ নম্বরের এসি কোচটির কিছু টিকিট বিক্রি করা হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করছে।
জানতে চাইলে রাজশাহী রেলওয়ে স্টেশন অনডিউটি স্টেশন মাস্টার সুরাইয়া বলেন, ধূমকেতু ট্রেন ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এই ট্রেনের সঙ্গে একটি অতিরিক্ত কোচ যুক্ত করা হয়, যার নম্বর ৭১১৮। এটি এসি কোচ।
এই কোচের টিকেট বিক্রির বিষয়ে জানতে চাইলে সুরাইয়া বলেন, ‘বিষয়টি আমি বলতে পারব না। আমাদের কোচ যুক্ত করতে বলেছে, আমরা করেছি। টিকেটের বিষয়টি স্টেশন ম্যানেজার ভালো জানেন।’
পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘কিছু টিকিট বিক্রি করা হয়েছে। তবে রেলওয়ের কর্মকর্তাদের মিটিং থাকার কারণে পাসের বিনিময়ে তারা ভ্রমণ করেছেন। আইনে আছে যে কর্মকর্তারা ভ্রমণ করতে পারবেন।’
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই বগির কোনো টিকিট বিক্রি করা হয়নি। ২৪ বার্থের পুরো কোচে গেছেন রেলের ১০ কর্মকর্তা।
তবে এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ও ওই কোচের যাত্রী অসিম কুমার তালুকদার বলেন, আমাদের পাস আছে। আমরা অনুমোদন নিয়ে এভাবে কোচ সংযোজন করতে পারি। আর অতিরিক্ত আসনগুলোর টিকিট বিক্রি করা হয়েছে। ফলে আমাদের সঙ্গে অন্য যাত্রীও ভ্রমণ করেছেন।
সারাবাংলা/টিআর
অসিম কুমার তালুকদার পশ্চিমাঞ্চল রেলের জিএম রেলওয়ে পশ্চিমাঞ্চল