Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২২ ২২:০০

ঢাকা: বরিশালের পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বাকেরগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ঢালে ও বিকেল ৪টার দিকে গৌরনদী উপজেলার সাউদের খালপাড় এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন বাকেরগঞ্জের আসলাম হাওলাদার (৩২) নামে এক পথচারী ও গৌরনদীর কটকস্থল গ্রামের আব্দুল সালাম মাঝির স্ত্রী রাশিদা বেগম (৬০)।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ঢাল দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন আসলাম। এ সময় ঢাকা থেকে কুয়াকাটাগামী মল্লিক এন্টারপ্রাইজের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসলামের মৃত্যু হয়।

এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। মরদেহ বাকেরগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে এ ঘটনার পর স্থানীয়রা স্পিড ব্রেকারের দাবিতে মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ বেলাল হোসেন জানান, উপজেলার সাউদের খালপাড় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস রাশিদা বেগমকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা রাশিদা বেগমকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা হয়েছে।

সারাবাংলা/একে

বরিশাল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর