Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে মিলল মিথেন গ্যাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২২ ২০:৪০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ২২:২৬

ঢাকা: এক দিকে গ্যাস সংকট অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মধ্যে বঙ্গোপসাগরের মহীসোপানে গ্যাসের সন্ধান পাওয়ার খবর এসেছে। প্রাথমিক ধারণায় সার্ভে করা অংশে ১৭ থেকে ১০৩ সিএফটি গ্যাস হাইড্রেট রয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট।

ইউনিট প্রধান খুরশীদ আলম জানান, এখনও পুরো এলাকা সার্ভে করা যায়নি। যতটুকু হয়েছে তাতে ধারণা করা হচ্ছে, ১৭ থেকে ১০৩ সিএফটি হাইড্রেট রয়েছে। তিনি বলেন, গ্যাস হাইড্রেট হলো জমাটবদ্ধ মিথেন গ্যাস। এটি পানি ও গ্যাসের তৈরি স্ফটিক। এটি দেখতে অনেকটা বরফের মতো হলেও এতে প্রচুর পরিমাণে মিথেন রয়েছে। সাগরের তলদেশের নিচে প্রচুর পরিমাণে গ্যাস হাইড্রেট পাওয়া যায়। এটি স্বাভাবিক সমুদ্রপৃষ্ঠেরর চাপ ও তাপমাত্রায় অবস্থানের পরিবর্তন ঘটায় ফলে গ্যাস হাইড্রেটের অনুসন্ধানের কাজ জটিল বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, দেশে প্রাকৃতিক গ্যাস কমে আসছে এমন অজুহাতে দীর্ঘদিন ধরেই আবাসিক ভবন এবং শিল্প কারখানায় নতুন করে সংযোগ দেওয়া বন্ধ রেখেছে জ্বালানি বিভাগ। অন্যদিকে আমদানি করা এলএনজির দামও বিশ্ববাজারে বাড়তি। আবার গত এক বছর ধরে জ্বালানি তেলের দামও রয়েছে ঊর্ধ্বমুখী। সবকিছু মিলিয়ে জ্বালানি সংকট সামাল দিতে তেল-গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দিয়েছে সরকার। আর সে উদ্যোগ বাস্তবায়নে সাগরে বহুমাত্রিক জরিপ শুরু হয়েছে।

সারাবাংলা/জেআর/একেএম

টপ নিউজ মিথেন গ্যাস

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর