২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে ৮ শতাধিক
৫ জানুয়ারি ২০২২ ১৬:২৭ | আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ১৬:৩৮
দেশে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত আছে। আগের দিন গত প্রায় দুই সপ্তাহের মধ্যে একদিনে সংক্রমণ প্রথমবারের মতো সাতশ ছাড়ানোর পর গত ২৪ ঘণ্টায় তা আট শতাধিকে পৌঁছেছে। বেড়েছে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও। তবে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু কমেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ছয় জন। অন্যদিকে আগের দিন ৭৭৫ জনের শরীরে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৮৯২ জন। আবার আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৩ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার বেড়ে হয়েছে ৪ দশমিক ২০ শতাংশ।
বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৫২টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫২টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪৩টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২১ হাজার ৩০২টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ২৫১টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৯০১টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ৫৪ হাজার ৯১৪টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৫ লাখ ৩১ হাজার ৯৮৭টি।
বেড়েছে সংক্রমণ, শনাক্তের হার
দেশে আগের দিন ৭৭৫ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ৮৯২ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৯১ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে
গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা হয়েছে ২১২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ।
মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তিন জন। মারা যাওয়া একজন ৬১ থেকে ৭০ বছর বয়সী, একজন ৭১ থেকে ৮০ বছর বয়সী এবং একজন ৮১ থেকে ৯০ বছর বয়সী। এদের মধ্যে দুই জন ঢাকা বিভাগের, একজন রয়েছেন রাজশাহী বিভাগের। মৃত সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯০ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
সারাবাংলা/এসএসএ