ফের মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
৫ জানুয়ারি ২০২২ ১৫:৪৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ১৭:২৫
৫ জানুয়ারি ২০২২ ১৫:৪৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ১৭:২৫
নতুন বছরে প্রথম ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। এছাড়া জাপানও উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া খুব কাছ থেকে উত্তর কোরিয়ার তৎপরতা পর্যবেক্ষণ করছে।
এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নবুও কিশি জানিয়েছেন, মিসাইলটি ৫০০ কিলোমিটার ভ্রমণ করেছে। তবে এ মিসাইলের প্রকৃত পাল্লা সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উত্তর কোরিয়ার সর্বশেষ উৎক্ষেপণকে ‘খুবই দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।
সারাবাংলা/আইই