Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশকে মারধরের অভিযোগ আ. লীগ প্রার্থীর এজেন্টের বিপক্ষে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২২ ১৫:৩১

সুনামগঞ্জ: ধর্মপাশা উপজেলার দক্ষিণ বংশিকুণ্ডা ইউনিয়ন নির্বাচনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল আখলাকুর ইসলামকে (৫০) মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এজেন্ট আনিসুল ইসলামের (২৪) বিরুদ্ধে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নৌকার মনোনীত প্রার্থী আজিম মাহমুদের এজেন্ট ভোট কেন্দ্রে এজেন্টের দায়িত্ব পালন করতে এসে ভোটারদের নানাভাবে বিরক্ত করে আসছিল। ফলে কেন্দ্রের ভেতরে দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবল আখলাকুর রহমানের কার্যকলাপের প্রতিবাদ করলে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে প্রিজাইডিং অফিসার এসে বিষয়টি মীমাংসা করে দেন।

পুলিশ কনস্টেবল আখলাকুর ইসলাম বলেন, সারাজীবন সৎভাবে চাকরি করলাম। শেষ বয়সে এক যুবক এতো মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করল। এটা খুব লজ্জাজনক।

গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার দেবব্রত চক্রবতী বলেন, নৌকার এজেন্ট ও দায়িত্বরত পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল, আমি তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা করে দিয়েছি। পুলিশের গায়ে হাত তুলল অথচ আপনারা আটক না করে ছেড়ে দিলেন? জবাবে তিনি বলেন, বিষয়টা নিয়ে কথা না বাড়ানো ভালো। ভালোই ভালোই নির্বাচনটা শেষ হলেই বাঁচি।

সারাবাংলা/এএম

সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর