Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা বোর্ডের সচিবকে বদলি, কর্মকর্তাদের মিষ্টি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২২ ২১:৪০

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব ড. মো. মোয়াজ্জেম হোসেনকে ঢাকায় বদলি করা হয়েছে। এ খবর শুনে মিষ্টি বিতরণ করেছেন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব, সরকারি কলেজ-২) ড. মো. ফরহাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, ড. মোয়াজ্জেম হোসেনকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীরকে রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব (প্রেষণ) করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় আদেশ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান।

সচিব ড. মো. মোয়াজ্জেম হোসেনকে বদলির খবরে রাজশাহী শিক্ষাবোর্ডে বিকেলে মিষ্টি বিতরণ করা হয়েছে। বদলি আদেশের খবর জানাজানি হলে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মিষ্টিমুখ করেন।

এর আগে, রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এছাড়াও অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি বোর্ডে নয় কর্মকর্তার বেতন স্কেল নির্ধারণ বিবরণী ও গোপনীয় কাগজপত্র ফটোকপির প্রতিবাদ করায় দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এরও উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। তদন্ত কমিটির সদস্যরা এরই মধ্যে রাজশাহী ঘুরে গেছেন।

সারাবাংলা/পিটিএম

বদলি মিষ্টি বিতরণ রাজশাহী শিক্ষা বোর্ড সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর