Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান স্পিকারের

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২২ ২১:৩১

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০২২ সালে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংসদ বিটের সাংবাদিকদের প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘করোনা আমাদের রুখতে পারেনি। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা-ভাবনা এবং তার নির্দেশে রাষ্ট্রীয় কার্যক্রম অব্যাহত রাখায় দক্ষিণ এশিয়ার করোনা মোকাবিলায় আমরা রোল মডেল হয়েছি।’

তিনি বলেন, করোনা সংক্রমণ অনেক কমে গিয়েছিল। কিন্তু আবার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট এসেছে। এর হাত থেকে বাঁচতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

এদিকে, সংসদ বিট সাংবাদিকদের সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু, সহ-সভাপতি আসাদুজ্জামান সম্রাট, সংসদ বিট সাংবাদিকদের নির্বাহী কমিটির নেতা কাজী সোহাগ সহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

টপ নিউজ স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর