Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশিষ্ট জেলাগুলোতে বিএনপির সমাবেশ ১২ জানুয়ারি থেকে

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২২ ১৭:৪৩

ফাইল ছবি

ঢাকা: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে পাঠানোর দাবিতে অবশিষ্ট জেলাগুলোর সমাবেশ আগামী ১২ জানুয়ারি থেকে শুরু করবে বিএনপি।

সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৭ টায় দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমিরুউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিজ্ঞাপন

বৈঠকের পরের দিন মঙ্গলবার (৪ জানুয়ারি) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সভায় খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে অবশিষ্ট জেলাগুলোতে ১২ জানুয়ারি থেকে সমাবেশ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি নেওয়ার জন্য দলের মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করেছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সভায় সম্প্রতি খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত ৩০ ডিসেম্বর সিরাজগঞ্জ বিএনপির কর্মসূচি বানচালের উদ্দেশে আওয়ামী লীগের দফায় দফায় আক্রমণ, নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর অবৈধ অস্ত্র দিয়ে গুলি বর্ষণ, নেতা-কর্মীদের মারাত্মকভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রকাশ্যে অগ্নেয়াস্ত্রসহ আওয়ামী সন্ত্রাসীদের ছবি জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো মামলা না দিয়ে, গ্রেফতার না করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার এবং বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভায়।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অবিলম্বে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সভায়।

তিনি বলেন, ‘অবৈধ আওয়ামী সরকার ইতোপূর্বে হবিগঞ্জ, পটুয়াখালীসহ সারাদেশে একই কায়দায় হামলা করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও বেশকিছু নেতাকে গ্রেফতার করেছে। সভায় অবিলম্বে সকল মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানানো হয়।’

মির্জা ফখরুল জানান, সম্প্রতি টঙ্গী ও চট্টগ্রামে র‌্যাবের নির্যাতনে দুইজনের মৃত্যুর যে সংবাদ প্রকাশ হয়েছে, এতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় স্থায়ী কমিটির সভায়। এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করার জন্য মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামানকে নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এজেড/পিটিএম

১২ জানুয়ারি টপ নিউজ বিএনপি সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর