করোনা রোধে দিল্লিতে জারি করা হবে কারফিউ
৪ জানুয়ারি ২০২২ ১৭:২০ | আপডেট: ৪ জানুয়ারি ২০২২ ১৮:৫৬
ভারতের করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বগতি রোধের কারণে দেশটির রাজধানী দিল্লিতে এক সপ্তাহের কারফিউ জারি করা হবে বলে জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। এ সময় সরকারি কর্মকর্তারা বাসা থেকে অফিস করবেন বলেও জানিয়েছেন তিনি। খবর এনডিটিভি।
তবে বাস এবং মেট্রোরেল চালু থাকবে। মঙ্গলবার (৪ জানুয়ারি) করোনা মোকাবেলায় নতুন বিধিনিষেধ আরোপের বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দিল্লির এই উপ-মুখ্যমন্ত্রী।
মনীশ সিসোদিয়া বলেছেন, প্রতিটি সরকারি অফিসের অর্ধেক কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করতে হবে।
এর আগে আজ (মঙ্গলবার) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার হালকা উপসর্গ রয়েছে।
ইতোমধ্যে গত বছরের ২৯ ডিসেম্বর থেকে ‘হলুদ সর্তকর্তা’র আওতায় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে দিল্লিতে। সিনেমা হল ও জিম বন্ধ করা হয়েছে এবং শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দেওয়া হয়েছে। মেট্রোরেল এবং বাস ধারণক্ষমতার অর্ধেক যাত্রী চলাচল করতে পারে।
দিল্লিতে প্রতিদিন ১০০টি করোনার নমুনার মধ্যে শনাক্তের হার বেড়েছে। গতকাল সোমবার (৩ জানুয়ারি) ২৪ ঘণ্টায় আরও চার হাজার ৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিল্লিতে শনাক্তের হার ৬ দশমিক ৪৬, যা গত মে থেকে সবোর্চ্চ।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় সূত্রগুলো জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি সময়ে দিল্লিতে প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার করোনা শনাক্ত হতে পারে। একইসঙ্গে হাসপাতালে করোনার রোগীর ভর্তির সংখ্যাও বাড়তে পারে।
সারাবাংলা/এনএস