ফের বিধিনিষেধের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
৪ জানুয়ারি ২০২২ ১৬:১১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২২ ১৭:৪৪
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ও এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব বাড়লে ফের বিধিনিষেধ আরোপের আভাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যদি পরিস্থিতি হাতের বাইরে যায় এবং সংক্রমণ অনেক বেড়ে যায়, তাহলে বিধিনিষেধের চিন্তা মাথায় আছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সংক্রমণ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দফতরগুলোকেও ব্রিফ করা হয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের বর্ডারগুলোতে স্ক্রিনিং আরও জোরদার করা হয়েছে। যারা কোয়ারেনটাইনে থাকবেন, তারা যেন বাইরে ঘোরাফেরা না করেন সেজন্য সেখানে পুলিশি প্রহরা থাকবে। এ বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দিতে বলা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপার যারা আছেন, তাদেরও বলা হয়েছে। তারা এসব নির্দেশনা যখন পাবেন, যেন দ্রুত বাস্তবায়ন করেন, সে বিষয়ে তাদের বলা হয়েছে। এ ক্ষেত্রে ১৫ দিন সময়ের কথা বলা হয়েছিল। তবে আমি আজ (মঙ্গলবার) প্রস্তাব করেছি— ১৫ দিন নয়, নির্দেশনা বাস্তবায়নে ৭ দিন সময় দেওয়া যেতে পারে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, তিনিও (মন্ত্রিপরিষদ সচিব) এ বিষয়ে একমত পোষণ করেছেন। কারণ ১৫ দিন লম্বা সময়। এর মধ্যে (সংক্রমণ) অনেক ছড়িয়ে যেতে পারে। সে কারণে আমরা সাত দিনের কথা বলছি। আমরা যেসব সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো হয়তো সাত দিন পর থেকেই কার্যকর হতে শুরু করবে।
এর আগে, সোমবার (৩ জানুয়ারি) সচিবালয়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। ওই বৈঠকের পর রাতে সাংবাদিকদের ব্রিফ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, ভ্যাকসিন নেওয়া না থাকলে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার অনুমতি নাও মিলতে পারে। এমনকি ভ্যাকসিন সনদ না দেখাতে পারলে রেস্টুরেন্টেও খাবার মিলবে না।
মন্ত্রী সোমবার আরও বলেন, প্রত্যেকের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক হবে। এছাড়া গণপরিবহনে আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিধানও আসতে পারে। ১৫ দিনের মধ্যেই এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নির্দেশনা জারি করা হতে পারে।
ফাইল ছবি
সারাবাংলা/জেআর/টিআর