Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব বড় শহরে মেট্রোরেল করতে হবে: প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২২ ১৪:২১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২২ ১৪:২৪

ফাইল ছবি

ঢাকা: চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে রেল পর্যন্ত মেট্রোরেল করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শুধু ঢাকা কেন? চট্টগ্রামে মেট্রোরেল হতে হবে। চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেল হতে হবে। পর্যায়ক্রমে দেশের সব বড় শহরে মেট্রোরেল করতে হবে।’

এছাড়া যেখানে বড় শহর আছে বা বিমান বন্দর আছে সেখানেও মেট্রোরেল হতে পারে বলেও মত দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি নালা বা খালের পানি রক্ষা করা এবং বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের তলদেশে যেন সিমেন্ট বাধায় না করার নির্দেশনা দেন।

প্রকল্পে যারা সমীক্ষা করবে সেই পরামর্শকদের জবাবদিগিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যেকোনো সমস্যায় পরামর্শকে সামনাসামনি করতে হবে।’ এছাড়া সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নে যারা ভুক্তভোগী, তাদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ১১২১১ কোটি টাকা

 

প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থ যেন তাড়াতাড়ি দেওয়া হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সরকারের আয় বাড়াতে হবে। আশ্রয়ণ-২ প্রকল্পে ২ লাখ ৪০ হাজার টাকা করে আড়াই লাখ গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হবে। যে কারণে প্রকল্পের ব্যয় বেড়েছে ছয় হাজার কোটি টাকার ওপর।’

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনকে নিজেস্ব আয় বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি সিটি করপোরেশনের সীমানা না বাড়িয়ে ছোট ছোট উপশহর তৈরির নির্দেশনাও দেন।

বিজ্ঞাপন

এদিন, মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৭১৩ কোটি ২৫ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৪৯৮ কোটি ১৯ লাখ টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

সারাবাংলা/জেজে/এমও

চট্টগ্রাম এয়ারপোর্ট প্রধানমন্ত্রী মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর