Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অর্থনৈতিক অঞ্চলের জমির দাম পরিশোধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২২ ১৪:০৯

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীর পশ্চিমপাড় প্রস্তাবিত-২ অর্থনৈতিক অঞ্চলের অধিগ্রহণ করা জমির মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে যমুনা নদীর তীরস্থ সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া এলাকায় অর্থনৈতিক অঞ্চলের বিয়ারা নবেলটিয়া, রায়পুর, পুঠিয়াবাড়ী, বড় পিয়ারী বনবাড়িয়া, মোরগ্রাম ও ছোটপিয়ারী মৌজার জমি মালিকরা সমবেত হয়ে এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

৮টি মৌজার জমি মালিকদের স্বার্থরক্ষা কমিটির সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আব্দুর রাজ্জাক, সাবেক কমিশনার সেরাজুল ইসলাম, জামিউর রহমান উল্লাস, কৃষক নেতা আলী আহমদ, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, অর্থনৈতিক অঞ্চলের আটটি মৌজার ১ হাজার ৮২ একর জমির মূল্য পরিশোধ না করে কোনো ধরনের কাজ শুরু করা হলে তার বিরুদ্ধে আরও কঠিন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তারা।

সারাবাংলা/এএম

মানববন্ধন সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর