Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলবাহী লরির চাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২২ ১৩:৪৪

বরিশাল: তেলবাহী লরির চাপায় ঝালকাঠিতে আরমান হোসেন আনান (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের জেলেপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান কুতুবনগর এলাকার ইসমাইল হোসেন সোহাগের ছেলে। সে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে বের হয়ে বাইসাইকেল নিয়ে বন্ধু সানমুনের (১২) সঙ্গে শহরের মিনি পার্ক এলাকায় ঘুরতে যায় আনান। বেলা ১১টার দিকে দুজনে জেলেপাড়া সড়ক দিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি তেলবাহী লরি তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত সানমুন চিকিৎসাধীন রয়েছেন।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, তেলবাহী লরিটি আটক করা হয়েছে। চালক ঘটনার পরই পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এএম

বরিশাল স্কুলছাত্র নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর