তাইওয়ানে ৬.২ মাত্রায় ভূমিকম্প
৩ জানুয়ারি ২০২২ ২২:৪০
তাইওয়ানের পূর্ব উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির রাজধানী তাইপেইতেও এর কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভি।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এ অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২ এবং এটি মাটির ২৮ কিলোমিটার গভীরতায় তা আঘাত হানে। দেশটির উপকূলীয় শহর হুয়ালিয়েন থেকে ৬৪ কিলোমিটার পূর্বে সমুদ্রে ভূমিকম্পটির উৎপত্তি স্থল।
তাইওয়ানের ফায়ার সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের প্রাথমিক প্রভাবে মানুষ লিফটে আটকে গিয়েছিল, যদিও সেই সংখ্যা খুবই কম। তবে ইতোমধ্যে আটককৃতদের উদ্ধার করা হয়েছে। এছাড়া বড় ধরনের কোনো সম্পত্তি ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে গত অক্টোবরে দেশটির উত্তর-পূর্ব ইলানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এতে খুব কম ক্ষতি হয়েছিল। ২০১৮ সালে দেশটির পর্যটন কেন্দ্র ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে আঘাত হেনেছিল। এতে ১৭ জন নিহত ছিল এবং প্রায় ৩০০ জন আহত হয়েছিল।
প্রসঙ্গত, তাইওয়ান নিয়মিত ভূমিকম্পে আঘাত হানে। দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় এসব ভূমিকম্প অনুভূত হয়।
সারাবাংলা/এনএস