Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে কাউন্সিলিং সেন্টারের কার্যক্রম শুরু

জবি করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২২ ২২:২৬

জবি: ‘সুস্থ মন সুস্থ জীবন, গড়ে তুলি সুন্দর ভুবন’, স্লোগানকে সামনে রেখে শিক্ষক-শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং সেন্টার কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভাষা শহীদ রফিক ভবন চত্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং সেন্টারের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, পরিচালক (ছাত্র-কল্যাণ) অধ্যাপক ড. আইনুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের ড. সানজিদা খান এবং উপ প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

কাউন্সিলিং কমিটির আহ্বায়ক হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মাদ এবং সদস্য সচিব হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ড. আয়েশা সিদ্দিকা ডেইজী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাউন্সিলিং সেন্টারের উদ্বোধনী দিনের শুরুতে উপাচার্যের নেতৃত্বে র‌্যালি পুরো ক্যাম্পাস ঘোরে এবং অন্যান্য কার্যক্রমের মধ্যে কাউন্সিলিং সেন্টারের সামনে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য পরিমাপন, নির্দেশনা ও সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এমও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কাউন্সিলিং সেন্টারে মনোবিজ্ঞান বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর