Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন শিবগঞ্জের ১৩ ইউপি‘র চেয়ারম্যান-মেম্বার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২২ ২০:৪৯

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এর আগে, বিকেল ৩টায় নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

গত ২৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, ‘আপনারা মনে করবেন, সবাই আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। চেয়ারম্যান হওয়ার পর, ভোটের আগের বিরোধীদের দেখে নেওয়ার মানসিকতা দেখা যায়। এমন কাজ কখনও করবেন না। ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা পালন করার চেষ্টা করবেন।’

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আহমেদ মামবুব-উল-ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।

শপথ গ্রহণ করেন- শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা, দাইপুখুরিয়ার আলমগীর রেজা, চককীর্তির আনোয়ার হাসান আনু মিঞা, ঘোড়াপাখিয়ার মামুন অর রশিদ, ছত্রাজিতপুরের গোলাম রব্বানী ছবি, উজিরপুরের দুরুল হোদা, মনাকষার মির্জা শাহাদাৎ হোসেন খুররম, নয়ালাভাঙার মোস্তাকুল ইসলাম পিন্টু, বিনোদপুরের রুহুল আমিন, মোবারকপুরের মাহমুদ মিঞা, পাঁকার আবদুল মালেক, শ্যামপুরের রবিউল ইসলাম ও ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

চেয়ারম্যান-মেম্বার শপথ শিবগঞ্জ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর