Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, দরকার হলে স্কুল বন্ধ: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২২ ২০:০৩ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ২১:৪৬

ফাইল ছবি: ডা. দীপু মনি

ঢাকা: দেশে করোনাভাইরাস পরিস্থিতি সবসময় পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘দেশে এখনও আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি। এরপরও শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের জন্য ক্লাস কমাতে হবে, কমিয়ে দেব। বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করে দেব।’

মন্ত্রী বলেন, ‘বিগত সময়ে মার্চ মাসে এদেশে সংক্রমণ বাড়তে দেখা গেছে। তাই মার্চ মাস না আসা পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে না। স্বাস্থ্যবিধি মানলে আমরা সংক্রমণ কম রাখতে পারব। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যা। পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন চার জন। আগের দিন করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছিলেন। অন্যদিকে, আগের দিন ৫৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ৬৭৪ জন। অন্যদিকে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার আগের দিন ছিল ২ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ

এদিকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, ‘সব শিক্ষার্থী যেন সময়মতো ভ্যাকসিন পায় আমরা সে বিষয়ে এরইমধ্যে গুরুত্ব দিয়েছি। শিক্ষার্থীদের ভ্যাকসিন নিতে আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে আশা করি করোনাভাইরাস পরিস্থিতি আমাদের অনুকূলে থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর